• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে আছে : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে?

তিন কারণে শীতে ‘রুম হিটার’ ব্যবহার করা বিপজ্জনক

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২০  

শীতে ঘর গরম রাখতে হিটারের বিকল্প হয়ত কিছু নেই! প্রচণ্ড ঠাণ্ডায় জুবুথুবু অবস্থা? ব্যাস, ঘরের হিটারটি ছেড়ে দিলেই মিলবে প্রশান্তি। শীত পালাবে ঘর থেকে। শীত তাড়ানোর সহজ উপায় রুম হিটার। তবে এটি ব্যবহারের কুফলও রয়েছে। যা হতে পারে বিপজ্জনক। 

সবাই কমবেশি জেনে থাকবেন, ঘরে হিটার ব্যবহার করলে শরীরের আর্দ্রতা কমে যায়। অর্থাৎ ত্বকে শুষ্ক হয়ে যায় আরো। এতে করে শীতে ত্বকে চামড়া ওঠা বা ফাটার সমস্যা দেখা দেয়। 

এছাড়াও যারা বিভিন্ন ধরনের অ্যালার্জির সমস্যায় ভুগছেন তাদের শরীরের জন্যও খারাপ হতে পারে হিটার ব্যবহার। রুমে হিটার ব্যবহার করলে কার্বন মনোক্সাইডের মাত্রা বৃদ্ধি পেতে পারে। যা আমাদের শরীরের জন্য মারাত্মক। এবার জেনে নিন যে তিন কারণে রুমে হিটার ব্যবহার বন্ধ করা উচিত-

আর্দ্রতা কমায়

ত্বক যতটা আর্দ্র থাকবে ভেতর থেকে ততই ভালো আমাদের জন্য। ত্বক আর্দ্র রাখতেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের ময়েশ্চারাইজার, লোশন, গ্লিসারিন ইত্যাদি ব্যবহার করে থাকি শীতকালে। অথচ যদি ঘরে হিটার ব্যবহার করা হয় তবে প্রসাধনী ব্যবহারেও কোনো লাভ হবে না। 

 

বিষাক্ত হতে পারে ঘর

বিষাক্ত হতে পারে ঘর

হিটার ব্যবহারের ফলে ঘরে আর্দ্রতার পরিমাণ কমে যায়। সেইসঙ্গে ত্বকও হারায় তার আর্দ্রতা। যা ত্বকের জন্য মারাত্মক হতে পারে। শুষ্ক বায়ু ত্বককে আরো শুষ্ক এবং রুক্ষ করে তোলে। বিশেষ করে সংবেদনশীল ত্বকে এর ফলে লালচেভাব এবং চুলকানি হতে পারে।

ঘরের বাতাস বিষাক্ত করে তুলে

ভালো ব্র্যান্ডের কিছু রুম হিটার রয়েছে যেগুলো কার্বন মনোক্সাইড থেকে মুক্তি দেয়। তবে নিম্নমানের হিটারগুলো এই নিশ্চয়তা দেয় না। আর এই মনো অক্সাইডের ফলে ঘরের বায়ু বিষাক্ত হয়ে ওঠে। আপনি যদি ঘরে হিটার ব্যবহার করে ঘুমান তাহলে তা স্বাস্থ্যের জন্য সত্যই বিপজ্জনক। এর ফলে শ্বাসকষ্টজনিত সমস্যা যেমন- হাঁপানি, অ্যালার্জিসহ গুরুতর রোগ হতে পারে।

তাপমাত্রা ওঠানামায় বিপদ বাড়বে

ধরুন, আপনি ঘরে হিটার চালিয়ে রাখলেন শুধু একটি ঘরেই। বাকি ঘরগুলো কিন্তু ঠাণ্ডা থাকবে স্বাভাবিকভাবেই। আপনি যখন নিজ ঘর থেকে অন্য ঘরে যাবেন তখন কিন্তু আপনি ঠাণ্ডা অনুভব করবেন। এভাবে ঘনঘন তাপমাত্রা ওঠানামা শরীরের জন্য ক্ষতিকর। এতে করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দূর্বল হতে পারে। 

যদি আপনার হালকা শীতেও সর্দি-কাশি বা অ্যালার্জির সমস্যায় ভুগে থাকেন বা যদি হিটার ব্যবহার করতেই হয় তবে ঘরে এক বাটি পানি রাখুন। এতে করে ঘর আর্দ্র থাকবে। এছাড়াও ঘরে তাপমাত্রা যেন ওঠানামা না করে এবং বায়ু চলাচল করতে পারে সেদিকে লক্ষ্য রাখুন।