• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে আছে : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে?

মঠবাড়িয়ায় গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৯  

মঠবাড়িয়া প্রতিনিধিঃ 

পিরোজপুরের মঠবাড়িয়ায় থানা পুলিশ অভিযান চালিয়ে ইউসুব হাওলাদার (৪৪) ও আরিফ তালুকদার (৩২) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে করেছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার দক্ষিন সোনাখালী থেকে ইফসুবকে ১শত গ্রাম গাঁজাসহ ও রাত সাড়ে নয়টার দিকে পৌর শহরের হরিসভা মন্দিরের সামনের রাস্তা থেকে আরিফকে ৫ পিস ইয়াবাসহ ওই দই মাদক কারবারিকে আটক করে। 

আটককৃত ইউসুব উপজেলার দক্ষিন সোনাখালী গ্রামের মৃত ছইজুদ্দিন হাওলাদারের ছেলে ও আরিফ পৌরশহরের ৪নং ওয়ার্ড টাওয়ার রোড এলাকার আঃ রহমান তালুকদারের ছেলে।
মঠবাড়িয়া থানার এস আই মানিক জানান, মাদককারবারীরা মাদক বিক্রয় করছে এমন গোপন সংবাদ পেয়ে সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার দক্ষিন সোনাখাখালী ইউসুব হাওলাদারে বাড়ির সামনের রাস্তার উপর থেকে ও পৌর শহরের হরিসভা মন্দিরের সামনের রাস্তা থেকে আরিফকে আটক করা হয়। এসময় তাদের সঙ্গে মজুদকৃত ১শত গ্রাম গাঁজা ও ৬ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। 

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ জানান, আটককৃত ইউসুব ও আরিফ তালুকদার নামে দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, মাদক কারবারি ইউসুব একাধিক মাদক মামলার আসামি। আটককৃতদের শুক্রবার আদালতে সোপর্দ করা হবে।