• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে আছে : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে?

ভান্ডারিয়ায় কৃষি উপকরণ বিতরণ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২০  

ভান্ডারিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও  কৃষি সম্প্রসারণ বিভাগ কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে আনোয়ার হোসেন মঞ্জু এমপি প্রধান অতিথির বক্তৃতা করেন। এখানে তিনি বলেন, আমরা যদি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে না পারি তাহলে ব্রীজ-কালভার্ট, রাস্তা-ঘাট নির্মাণ অর্থহীন হয়ে যাবে। এ এলাকার মানুষ কৃষি উৎপাদনে এখনও পিছিয়ে আছে। মানুষ এখনও কৃষি কাজে অলস রয়ে গেছে। এ অঞ্চলের মানুষের কৃষিতে অনীহার কারণ কি তা খুঁজে বের করতে হবে। উত্তর বঙ্গে ১৪/১৫ বছর আগেও খাদ্যের অভাব ছিলো, আজ নেই। উত্তর বঙ্গের মত আমাদের এ অঞ্চলেও কৃষিতে বহুমুখীকরণ করতে হবে। নতুন প্রজন্মের মধ্যে ফলসহ বৈচিত্রময় কৃষি আবাদের আগ্রহ লক্ষ্য করা যায়, যা অত্যন্ত আশাব্যঞ্জক। যার যার খাদ্য নিজেদেরই তৈরী করতে হবে, তা না হলে ভবিষ্যতে বিপদের আশঙ্কা রয়েছে। আল্লাহ কাজ করে জীবন ধারণের নির্দেশ দিয়েছেন। আমাদের এলাকায় আল্লাহর অসীম রহমতে জমি ও পানির মান ভালো, যা কাজে লাগাতে হবে। ভান্ডারিয়ার পাঁচটি ইউনিয়নে ৬০০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন বেড়ীবাঁধের সুফল কাজে লাগিয়ে ফসল উৎপাদন ক্ষেত্রে আগামীতে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে। যা সারা দেশে কৃষি বিপ্লব চলমান তার সাথে এলাকার মানুষের একাত্বতা নিশ্চিত হবে। উপজেলা পরিষদ মিলনায়তনে প্রণোদনা কর্মসূচির আওতায় ২০১৯-২০ অর্থ বছরে রবি মৌসুমে ভূট্টা, শীতকালীন/গ্রীষ্মকালীন মুগ ও বসতবাড়ীর আশেপাশে শাকসবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ভান্ডারিয়া উপজেলায় ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এ ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক ৭৭০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে ইউএনও মো. নাজমুল আলমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন।