• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে আছে : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে?

মঠবাড়িয়ায় চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক দুই আসামী গ্রেপ্তার

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২১  

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় চাঞ্চল্যকর ৪ স্ত্রীর স্বামী ছোবাহান হত্যা মামলার গ্রেপ্তারকৃত ৩ ঘাতক স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে। গতকাল গভীর রাতে পালাতক দুই আসামীকে উপজেলার বুখাইতলা বান্ধবপাড়া গ্রামে থেকে গ্রপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার গুলিশাখালী গ্রামের জাহাঙ্গীর আকনের ছেলে ইমরান আকন (১৮) ও বুখাইতলা বান্ধবপাড়া গ্রামের নুর হাওলাদারের ছেলে আজিম হাওলাদার (২৫)।
গ্রেপ্তারকৃত ইমরান হত্যাকান্ডে জড়িত থাকার কথা আদলতে স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। এর আগেও লিপি আক্তার (২৪) ও হারুন হাওলাদার (৩৮) আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দি দেয়। গত ১১ ডিসেম্বর তাদেরকে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মামলার তদন্তকারি কর্মকর্তা মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) আবদুল হক গ্রেপ্তার করে।

মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) আবদুল হক জানান, টাকা পয়সার লেনদেন ও পূর্ব বিরোধের জের ধরে জনৈক লিপি আক্তারকে দিয়ে প্রেমের ফাঁদ পেতে ঘটনাস্থলে এনে পরিকল্পিত ভাবে ঘাতকরা সোবাহান প্যাদাকে কুপিয়ে হত্যা করে।

মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত আজিম হাওলাদারকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড চাওয়া হবে।

প্রসঙ্গত, গত ৯ ডিসেম্বর সকালে উপজেলার কবুতরখালী গ্রামের হাসেম হাওলাদারের বাড়ির সামনের সড়ক থেকে চার স্ত্রীর স্বামী সোবাহান প্যাদার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।