• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে আছে : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে?

বেগম জিয়ার মুক্তিতে আন্তর্জাতিক লবিংয়ে বিএনপি,অর্থ সংকটে দল

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২০ আগস্ট ২০১৯  

রাজনৈতিক ব্যর্থতা ও আন্দোলন বিমুখতার দায় নিয়ে এবার বেগম জিয়ার মুক্তির বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা আদায়ে কাজ শুরু করতে যাচ্ছে বিএনপি।

সাংগঠনিক দুর্বলতা এবং জনসম্পৃক্ততার অভাবে বেগম জিয়ার মুক্তি আদায়ে আন্তর্জাতিক পর্যায়ে দেন-দরবার করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে দলটি। তবে আন্তর্জাতিক পর্যায়ে লবিং করতে বিপুল পরিমাণ প্রয়োজনীয় অর্থের সংস্থান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কোন উৎস থেকে বিশাল অঙ্কের এই অর্থ সংগ্রহ করবেন, সেটি নিয়েও অনিশ্চয়তা রয়েছেন তিনি। শেষ পর্যন্ত অর্থ সংস্থান করতে না পারলে দলের সিনিয়র নেতৃবৃন্দের উপর নির্দিষ্ট পরিমাণে চাঁদা নির্ধারণ করারও চিন্তা রয়েছে তারেকের। তবে সম্ভাব্য চাঁদার বিষয়টি জানাজানি হয়ে যাওয়ায় কিছুটা অস্বস্তিতে পড়েছেন দলটির সিনিয়র নেতৃবৃন্দ, এমনটাই জানা গেছে।

শনিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় দলের স্থায়ী কমিটির বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

জানা গেছে, লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই এমন সিদ্ধান্ত নিয়েছে দল। আন্তর্জাতিক পর্যায়ে লবিং করতে যে কমিটি করা হবে সেটির নেতৃত্ব মির্জা ফখরুল দিবেন বলেও জানা গেছে।

বেগম জিয়ার মুক্তির বিষয়ে আন্তর্জাতিক লবিং এর বিষয়ে বিএনপির একটি সূত্র বলছে, দলীয় সাংগঠনিক দুর্বলতা, আন্দোলনে নেতা-কর্মীদের অনীহা এবং আইনি ব্যর্থতার বিষয়টি মাথায় রেখে তারেক রহমান এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। গুঞ্জন উঠেছে, ব্রিটিশ আইনজীবী লর্ড কার্লাইল এর বিশেষ পরামর্শে বিদেশি বন্ধু রাষ্ট্রগুলোর কাছে বেগম জিয়ার মুক্তির বিষয়ে নালিশ করতে যাচ্ছে বিএনপি। বেগম জিয়ার মুক্তির পাশাপাশি বিএনপিকে রাজনীতিতে স্পেস দেয়ার জন্য সরকারের উপরে চাপ সৃষ্টি করাও হবে নালিশের অংশ।

সূত্রটি এও জানায়, বেগম জিয়ার মুক্তি আদায়ে বিএনপির আন্তর্জাতিক লবিং কমিটিতে লর্ড কার্লাইলের পাশাপাশি দেশ থেকে মির্জা ফখরুল, আব্দুল আউয়াল মিন্টুকে মনোনীত করেছেন তারেক রহমান। তবে এই কমিটিতে আরেকজন সিনিয়র নেতাকে জায়গা দেয়ার চিন্তা-ভাবনা করছেন তিনি। তবে সেই নেতা কে হতে পারেন তা নিয়েও দলের অভ্যন্তরে চলছে নানা গুঞ্জন ও আলোচনা। ধারণা করা হচ্ছে, সংখ্যালঘুর সম্প্রদায়ের প্রতিনিধি হওয়ায় গয়েশ্বর চন্দ্র রায় লবিং কমিটিতে স্থান পেতে পারেন। তবে অনেক সিনিয়র নেতা এমন গুঞ্জনে হতাশ হয়েছেন বলেও জানা গেছে। আন্তর্জাতিক লবিং কমিটির মাধ্যমে মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকায় জোর তদবির করার চেষ্টা করবে বিএনপি। সেক্ষেত্রে লবিস্ট এবং বন্ধু রাষ্ট্রের নেতাদের বড় অঙ্কের পুরষ্কার দেয়ার বিষয়ে কিছুটা অস্বস্তিতে পড়েছেন তারেক রহমান। হঠাৎ করে বিপুল পরিমাণ অর্থের জোগাড় করা নিয়ে নানা গুঞ্জন চাউর হয়েছে দলটির অভ্যন্তরে।