• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে আছে : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে

ধানের শীষে নয়, ছাতা নিয়ে নির্বাচন করবেন কর্ণেল অলি

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮  

ধানের শীষ প্রতীকে নির্বাচনের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ২০–দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রধান কর্নেল (অব.) অলি আহমদ। তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন না। তাঁর দলের প্রতীক ছাতা। তিনি চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ) আসনে ছাতা প্রতীকে নির্বাচন করবেন।

মঙ্গলবার এলডিপির মিডিয়া কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ এই প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দলের চেয়ারম্যান ছাতা মার্কায় নির্বাচন করবেন। তবে এলডিপির অন্যরা ধানের শীষ প্রতীকেই নির্বাচন করবেন। ধানের শীষ প্রতীকে নির্বাচনের বিষয়টি জানিয়ে নির্বাচন কমিশন চিঠি দিয়েছি।

দলীয় সূত্র জানায়, ২০০৬ সালে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য অলি আহমদ নতুন দল এলডিপি গঠন করেন। ২০০৮ সালের নির্বাচনে তিনি ছাতা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগক ও বিএনপির প্রার্থীকে হারিয়ে বিজয়ী হন।

দলীয় সূত্র জানায়, ২০০৮ সালে অলি আহমদের প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আফছার উদ্দিন আহম্মদ। ওই নির্বাচনে তিনি ৮২ হাজার ৩৬ ভোট পান।

আফছার উদ্দিন আহম্মদ পেয়েছিলেন ৬১ হাজার ৬৪৬ ভোট। বিএনপির প্রার্থী তৃতীয় হয়েছিলেন। আগামী নির্বাচনে চট্টগ্রাম–১৪ আসনে বিএনপির প্রর্থী থাকবে না।