• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

ক্ষমতায় কে আসবে, সিদ্ধান্ত জনগণই নেবে: কাদের

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২২  

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপিকে আগামী নির্বাচনে অংশ নিতে আহ্বান জানিয়ে বলেন, ক্ষমতায় কে আসবে, সে সিদ্ধান্ত জনগণই নেবে। নির্বাচনেই সরকার পরিবর্তন হবে। সেফ এক্সিট রাজপথে, সরকার উদার বলেই বিএনপি সমাবেশ করতে পারছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

রোববার (৬ নভেম্বর) বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের উত্তরা থেকে টঙ্গী রেলগেট উড়ালসড়ক এবং টঙ্গী সেতুর একাংশ যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রকল্প পরিদর্শনে গিয়ে এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, পরিবহন ধর্মঘট বা অবরোধে সরকারের কোনো হাত নেই। বেসরকারি পরিবহন মালিক-শ্রমিক ও নেতারা তাদের দাবি আদায়ে পরিবহন বন্ধ রাখছেন। আর দাবি আদায়ে ধর্মঘটের সংস্কৃতি এ দেশে নতুন নয়। ফলে আওয়ামী লীগের ঘাড়ে এর দায় চাপানো ঠিক না।

এ সময় বিএনপিকে উদ্দেশ করে কাদের বলেন, কারা ক্ষমতায় যাবে আর কারা সেফ এক্সিট নেবে, সে সিদ্ধান্ত জনগণকে নিতে দিন। তারা যে সিদ্ধান্ত দেবে সেটা মেনে নিন। সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনের আগে নতুন মেগা কোনো প্রকল্প করা হবে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, মানুষের দুর্ভোগ কমাতেই একটা লাইন খুলে দেয়া হলো। আসছে জুনের প্রথম সপ্তাহে পুরো উড়ালসড়ক উদ্বোধন করা হবে। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (৭ নভেম্বর) চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগে ১০০টি সেতু ভার্চুয়ালি উদ্বোধন করবেন বলেও জানান তিনি।