• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে আছে : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে?

হোয়াটসঅ্যাপে আসছে ব্লুটুথ শেয়ারিংয়ের মতো ফিচার

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৪  

মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ নতুন ফিচার নিয়ে পরীক্ষা চালাচ্ছে। এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা তাদের কাছাকাছি থাকা ব্যক্তিদের মধ্যে ফাইল শেয়ার করতে পারবেন ‘ইনস্ট্যান্টলি’। যা অনেকটাই এয়ারড্রপ কিংবা শেয়ারইটের মতো।
হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ডব্লিউএবেটাইনফো বিষয়টি প্রথম ফাঁস করেছে। সাধারণভাবে একটি ডিভাইস থেকে অন্য ডিভাইসে ফাইল শেয়ারিং সম্ভব ব্লুটুথ কানেক্টিভিটির মাধ্যমে। এবার সেই পথেই হাঁটতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

আপনাকে ২ জিবি পর্যন্ত ফাইল শেয়ারের অনুমতি দেবে মেটার এই অ্যাপ। ব্যবহারকারীরা যাতে খুব সহজে এবং কম সময় ফাইল ও ডেটা একটি ডিভাইস থেকে অন্যত্র স্থানান্তরিত করতে পারেন সেজন্যই এই নতুন ফিচার চালু করার পরিকল্পনা করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশের মতে হোয়াটসঅ্যাপে এই ফিচার একবার চালু হয়ে গেলে ব্যবহারকারীদের মধ্যে এটি জনপ্রিয় হয়ে যাবে। কারণ এভাবে ফাইল শেয়ার করতে গেলে অনেক কম সময় লাগবে। তবে এখন হোয়াটসঅ্যাপে যেভাবে ফাইল শেয়ার করা যায়, নতুন ফিচারের সাহায্যে প্রক্রিয়া একটু জটিল হবে বলেও মনে করা হচ্ছে।

প্রথমে ব্যবহারকারীদের নিজেদের ফোন ঝাঁকাতে হবে। দুই ব্যবহারকারীকে হোয়াটসঅ্যাপের শেয়ার ফাইল সেকশনের অন্তর্ভুক্ত হতে হবে। তবে এক্ষেত্রেও ব্যবহারকারীদের সুরক্ষার দিকে নজর দিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। পুরো ব্যাপারটাই এন্ড-টু-এন্ড এনক্রিপশন পদ্ধতিতে সুরক্ষিত থাকবে।

সর্বোপরি বিটা ভার্সন এবং তারপর সমস্ত ব্যবহারকারীর জন্য এই ফিচার চালু না হলে তা ব্যবহারের কোনো প্রশ্নই আসছে না।