• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে আছে : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে?

ফোনের আইএমইআই নম্বর জানার যত উপায়

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৪  

প্রত্যেক ফোনে একটি পৃথক ও অনন্য আইএমইআই নম্বর থাকে। এই নম্বর ব্যবহার করে যে কোনো ফোনকে ট্র্যাক করা সম্ভব। কোনো ফোন অথবা ট্যাবলেটে একাধিক সিম স্লট থাকলে সেই ডিভাইসের অধীনে একাধিক আইএমইআই নম্বরও থাকে। কোনো ফোন ডুয়াল সিম সাপোর্টেড হলে তাতে থাকবে দুটি আইএমইআই নম্বর।
একাধিক কারণে ফোনের আইএমইআই নম্বর জানা প্রয়োজন হয়। বিশেষ করে কখনো আপনার ফোন হারিয়ে গেলে অথবা চুরি হয়ে গেলে অভিযোগ জানাতে আইএমইআই নম্বরের প্রয়োজন হবে। এছাড়াও, পুরোনো স্মার্টফোন বিক্রির সময়ও ফোনের আইএমইআই নম্বরের দরকার হয়।

একাধিক উপায়ে নিজের ফোনের আইএমইআই নম্বর জানতে পারবেন।

USSD কোড ব্যবহার করে-

ফোন থেকে *#06# ডায়াল করুন।
এবার আপনার ফোনের স্ক্রিনে আইএমইআই নম্বর ভেসে উঠবে।
ফোনের বাক্স ও বিল

নতুন ফোন যে বাক্সের মধ্যে ছিল সেই বাক্সের গায়ে ফোনের আইএমইআই নম্বর লেখা থাকবে। এছাড়াও, আপনার ফোনের অরিজিনাল ইনভয়েসেও আইএমইআই নম্বর লেখা থাকে। তাই, ফোনের বাক্স ও বিল যত্ন করে রাখতে পারেন। ফোন হারিয়ে গেলে অথবা চুরি হলে এখান থেকেই জানতে পারবেন আইএমইআই, যা আপনাকে ফোন খুঁজে পেতে সাহায্য করবে। এছাড়াও, ফোন বিক্রির সময় সঠিক দাম পেতে সাহায্য করবে বাক্স ও বিল।

Android সেটিংস থেকে আইএমইআই জানার উপায়-

* অ্যানড্রয়েড গ্রাহকরা ফোনের Settings ওপেন করুন।
* এবার About Phone বিভাগে গিয়ে স্ক্রোল করুন।
* এখানে Status এর মধ্যে ফোনের আইএমইআই নম্বর খুঁজে পাবেন। প্রত্যেক সিম স্লটের আইএমইআই নম্বর আলাদা আলাদা করে দেখা যাবে।

আইফোন সেটিংস থেকে IMEI জানার উপায়-

* iPhone এর Settings ওপেন করুন।
* এবার General অপশনে গিয়ে About সিলেক্ট করুন।
* এখানে স্ক্রোল ডাউন করে আইএমইআই নম্বর খুঁজে পাবেন।
* নম্বরের উপরে ট্যাপ করে হোল্ড করতে তা কপি হয়ে যাবে।