• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে আছে : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে?

বিপিএলের চার স্পন্সর প্রস্তুত

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৯  

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু বিপিএল। এবারের বিপিএলে বিশেষ বলেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বেশ সরব। 

জানা গেছে চারটির স্পন্সর পার্টনার মোটামুটি ঠিক হয়ে গেছে। বাকি আরও তিনটি স্পন্সর পার্টনার চূড়ান্ত করার কাজে এখন ব্যস্ত বিপিএল গভর্নিং কাউন্সিল। আগামী তিন-চার দিনের মধ্যে সাত দলের স্পন্সর পার্টনার নিয়োগের কাজ শেষ হয়ে যাবে বলে জানান বিপিএল গভর্নিং কাউন্সিলের অন্যতম সদস্য এবং টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

সোমবার (১৪ অক্টোবর) সাংবাদিকদের জালাল ইউনুস বলেন, যারা স্পন্সর পার্টনারের আবেদন সাবমিট করেছিল তারা আমাদের কাছে ইন্টারভিউ দিয়েছে, প্রায় পাঁচটা কোম্পানি দিয়েছে। তার মধ্যে চারটা মোটামুটি কনফার্ম। স্পন্সর পার্টনার হিসেবে যাদের আমরা নিতে পারি, তাদের সঙ্গে আমাদের আলাপ আলোচনা হয়েছে গত সপ্তাহে। হয়তো চার কোম্পানি এদের মধ্যে আছে। তিনটা বাকি আছে। দে আর সাপোজ টু কাম। হয়তো তিন-চার দিনের মধ্যে আমরা তাদের ইন্টারভিউ নেব।

এবার বিপিএলে টিম স্পন্সরদের নাম বলতে গিয়ে তিনি জানান, এর মধ্যে চারটা কোম্পানি আছে, তাদের মধ্যে বাংলা টাইগার আইটি নামের আইটি কোম্পানি আছে। আখতার গ্রুপ আছে। সাগর করপোরেশন নামে একটা বিজনেস গ্রুপ আছে। আরেকটা মিডিয়া কোম্পানি আছে। 

জালাল আরও বলেন, এখন চারটা মোটামুটি কনফার্ম। ফাইনাল কিছু হয়নি। ফাইনাল হবে যখন, এদের সঙ্গে নেগোসিয়েট করব আমরা, তখন। হয়তো এ মাসেই আমরা এগুলো ফাইনাল করে ফেলব। এটা আটকে থাকবে না।