• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে আছে : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে?

মাঠে গড়ালো বঙ্গবন্ধু গোল্ডকাপ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২০  


বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট দিয়ে মুজিববর্ষের কার্যক্রম শুরু করলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে)। বাংলাদেশ বনাম ফিলিস্তিনের মধ্যকার ‘এ’ গ্রুপের ম্যাচ দিয়ে মাঠে গড়ালো ৬ জাতির এ টুর্নামেন্ট। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫টায় শুরু হয় ম্যাচটি।

জয় দিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট শুরু  করতে চান বাংলাদেশ কোচ জেমি ডে। বাংলাদেশ দলের কোচ বলেন, নিজ দেশের সমর্থকদের উপস্থিতিতে উদ্দীপ্ত হয়ে ফিলিস্তিনিদের চাপ মোকাবেলা করে একটি ভাল সুচনা করতে পারলে সবার আগেই সেমি-ফাইনালে খেলার পথ সুগম হবে লাল-সবুজ জার্সিধারীদের। জেমি আরো বলেন, ফিলিস্তিন দলকে হারানো বেশ কঠিন হবে। তবে এই চ্যালেঞ্জ গ্রহনের জন্য প্রস্তুত তার শিষ্যরা। 

বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুঁইয়া বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে এই টুর্নামেন্টের শিরোপা উপহার দিতে চায় তার দল। 

এদিকে এবারো শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন ফিলিস্তিন দলের প্রধান কোচ মাকরাম দাদুব। তিনি বলেন তার দলটি চ্যাম্পিয়ন, এবারো তারা সেটি অক্ষুন্ন রাখতে চায়। টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া দলগুলোর মধ্যে বাংলাদেশ ও বুরুন্ডি ছাড়া অন্যদের ব্যাপারে কোন ধারনা নেই তার।

প্রথমবারের মত জাতীয় দলের প্রতিনিধিত্ব করা ফিলিস্তিন স্কোয়াডের গুরুত্বপুর্ন সদস্য মোহাম্মদ দারউইশ বলেন, শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই তারা এখানে এসেছেন।

স্বাগতিক বাংলাদেশ আগামী ১৯ জানুয়ারি গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে শ্রীলংকার মোকাবেলা করবে। টুর্নামেন্টে অংশ গ্রহণকারী দলগুলো দুই গ্রুপে বিভক্ত হয়ে রাউন্ড রবিন লীগ পর্বে একে অপরের মুখোমুখি হবে। গ্রুপের শীর্ষ দু’টি দল শেষ চারে খেলবে। গত আসরে টুর্নামেন্টের শিরোপা লাভ করেছিল মধ্যপ্রাচ্যের দল ফিলিস্তিন।

টুর্নামেন্টে ‘এ’ গ্রুপের হয়ে ফিলিস্তিন ও শ্রীলংকার মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। ‘বি’ গ্রুপ থেকে টুর্নামেন্টে অংশ নিবে বুরুন্ডি, মরিশাস ও সিসেলস।