• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে আছে : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে?

প্লাস্টিক বর্জে রাস্তা নির্মাণ, অভিনব উদ্যোগ ভারতীয় সেনাবাহিনীর

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৯  

 


প্লাস্টিক ক্ষতি করছে পরিবেশের। কিন্তু এ থেকে মুক্তির উপায় কী?‌ কারণ প্লাস্টিক কোনো ভাবেই পচনশীল নয়। আর এটাই গোটা বিশ্বের মাথা ব্যথার কারণ। তবে এই পরিস্থিতিতে অভিনব উদ্যোগ নিয়েছে ভারতীয় সেনাবাহিনী। 
প্লাস্টিককে তারা এবার ব্যবহার করছেন রাস্তা তৈরির কাজে। ইতোমধ্যে দেশটির নারাঙ্গি মিলিটারি স্টেশনে প্লাস্টিক বর্জ্য দিয়ে রাস্তাও তৈরি করে ফেলেছেন তারা। পিচ তৈরিতে বিটুমিনের জায়গায় ‌১.‌২৪ মেট্রিক টন প্লাস্টিক ব্যবহার করেছেন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং সার্ভিসেসের কর্মকর্তারা। আর এতে তারা যথেষ্ট সাফল্যও অর্জন করেছেন। 
আপাতত এ বিষয়টি নিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে জানানো হলেও, আগামী দিনে দেশের অন্যান্য জায়গাতেও এভাবে প্লাস্টিকের সাহায্যে রাস্তা তৈরি হতে দেখা যেতে পারে। 
প্রসঙ্গত, সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গিয়েছে, ভারতে প্রতিদিন প্রায় ২৬ হাজার টন প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয়। আর প্লাস্টিক বর্জ্য উৎপাদিত দেশের তালিকায় পৃথিবীতে পঞ্চম স্থানে রয়েছে ভারত। অর্থাৎ ওই প্লাস্টিক বর্জ্য দিয়ে দিল্লির কুতুব মিনারের মতো সুউচ্চ বাড়ি তৈরি হয়ে যাবে। গত ২২ নভেম্বর কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকার লোকসভায় স্বীকার করেন। তিনি জানান, দেশের ৬০টি বড় শহরে রোজ ৪ হাজার টন প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয়। যা কিনা খুবই ভয়াবহ একটি পরিসংখ্যান।‌

এই প্রকল্পের মূল উদ্দেশ্য প্লাস্টিক ব্যবহার কমানো, পুনঃব্যবহার করা এবং রিসাইকেল করা। এছাড়া যেহেতু প্লাস্টিক বর্জ্য ব্যবহার করা হচ্ছে তাতে রাস্তার মেয়াদকাল বাড়বে বলে আশা করা যায়। এছাড়াও অনেক কম খরচে এই রাস্তা সংস্কার করা এবং তা রক্ষণাবেক্ষণ করা যাবে। তাতে যে সকল প্লাস্টিক সমুদ্রে বা জলাশয়ে নিক্ষেপ করা হয় তা অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করছেন অনেকেই।